মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে যুবরাজকে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
এই সময় তিনি মোহাম্মদ বিন সালমানকে যুক্তরাষ্ট্র থেকে আরো অস্ত্র ক্রয় করার আহ্বান জানান। এতে মার্কিন জনগণের কর্মসংস্থান হবে বলে ট্রাম্প উল্লেখ করেন। তিনি দেশটিকে তাদের সম্পদ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করারও আহ্বান জানান।
ইতোমধ্যেই করা অস্ত্র চুক্তি বাস্তবায়নেরও আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে মধ্যপ্রাচ্য ইস্যু বিশেষ করে ইরান, সিরিয়া ও ইয়েমেন গুরুত্ব পেয়েছে।
এদিকে সৌদি ধনকুবের প্রিন্স আওয়ালিদ বিন তালাল গোপন চুক্তিতে মুক্তি পেয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
এস/