বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থ না দেয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।তার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে চীন এবং জার্মানিও।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন এই সিদ্ধান্তে চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি বলেছেন মহামারীর একটা দুর্যোগপূর্ণ সময়ে এই সিদ্ধান্ত এল।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাস বলেছেন ‘দোষারোপ করা কোনো কাজের কথা নয়।’
তিনি আরও বলেন, এই ভাইরাসের বিস্তার ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হল পরীক্ষা ব্যবস্থা এবং টিকা উদ্ভাবন ও বিতরণ প্রক্রিয়ার ব্যাপারে জাতিসংঘ এবং হু-কে আরও শক্তিশালী করে তোলা।