যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে অংশ নিতে ভিয়েতনামে পৌঁছেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
দীর্ঘ ট্রে ভ্রমণ শেষে মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত শীতের সকালে চীনের ভেতর দিয়ে ভিয়েতনামের সীমান্তে প্রবেশ করেন তিনি। খবর ইউএনবি।
পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে এক বছরের মধ্যে এটি হতে হচ্ছে পারমাণবিকব ক্ষতাধর দুই রাষ্ট্রের শীর্ষ নেতাদের দ্বিতীয় বৈঠক।
ভিতেনামের সীমান্তে দং দ্যাং স্টেশেনে ট্রেনটি থামার পর উত্তর কোরিয়া ও ভিয়েতনামের পতাকায় সজ্জিত স্টেশনে ট্রেন থেকে নামতেই যথারীতি কালো মাও স্যুট পরা মাওকে স্বাগত জানিয়ে ভিতেনামের কর্মকর্তারা তাকে লাল গালিচা সংবর্ধনা দেন।
পরবর্তীতে স্টেশন থেকে একটি কালো গাড়িতে ওঠা পর্যন্ত উত্তর কোরিয়া নেতাকে পতাকা ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয় এবং এসময় তাকে ঘিরে অসংখ্য দেহরক্ষী গাড়ির উভয়পাশে মোতায়েন থাকে।
ট্রাম্পের সাথে বুধবারের বৈঠককে সামনে রেখে দং দ্যাং থেকে গাড়ি শোভাযাত্রা নিয়ে রাজধানী হ্যানয়ে যাবেন কিম। তবে কর্মকর্তারা বৈঠকের ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
আজকের বাজার/এমএইচ