‘ট্রাম্প আমাদের গণতন্ত্র ধ্বংসে বদ্ধপরিকর’: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন,আমেরিকার গণতন্ত্র ধ্বংসে ট্রাম্প বন্ধপরিকর।
প্রেসিডেন্ট ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প সুপার টুইসডে প্রাইমারিতে বড়ো বিজয় পাওয়ার পর বাইডেন এক বিবৃতিতে এই কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ট্রাম্প আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে নারীদের নিজস্ব স্বাস্থ্য সেবা সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার মতো মৌলিক স্বাধীনতা ছিনিয়ে নিতে এবং ধনীদের জন্যে আরেক দফা বিলিয়ন ডলারের কর কাঁটছাটের ব্যবস্থা করতে বদ্ধপরিকর। তিনি নিজেকে ক্ষমতায় রাখতে যা ইচ্ছে বলবেন কিংবা করবেন।