অবশেষে এক সঙ্গে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
আগামী ১২ জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের বিলাসবহুল কাপেলা হোটেলে অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক বৈঠক। ট্রাম্প-উনের বৈঠক নিয়ে এরই মধ্যে বিশ্ব রাজনীতিতে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এত দিন ধরে নির্ধারিত স্থানের নাম প্রকাশ করা না হলেও গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স হাকাবি টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, স্থানীয় সময় সকাল ৯টায় বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হবে। গেল সপ্তাহে এই কাপেলা হোটেলেই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।
বৈঠক নিয়ে ট্রাম্প আশা করেন, পরমাণু কর্মসূচি বন্ধ করে উত্তর কোরিয়া একটি নিরাপদ পরমাণু চুক্তি করতে সম্মত হবে।
আরজেড/