ট্রাম্প ও উনের বৈঠক নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে যা্ছেন উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেল কিম ইয়োং চোল।
মঙ্গলবার(২৯ মে) গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, জেনারেল কিম ইয়োং চোল মঙ্গলবার বেইজিং বিমানবন্দরে পৌঁছেন। সেখানে একদিন বিশ্রাম নিয়ে তিনি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। বেইজিংয়ে অবস্থানকালে তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সফল করতে দুই দেশই জোরশোরে প্রস্তুতি নিচ্ছে।
আরজেড/