অবশেষে এক সঙ্গে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে স্থানীয় সময় সকাল ৯টায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার(৪ জুন) হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ সান্ডার্স এ তথ্য জানিয়েছেন। এ সময় দুই দেশের মধ্যকার পারস্পারিক সম্পর্কের অগ্রগতি অব্যাহত আছে বলেও জানান তিনি।
সান্ডার্স আরও বলেন, ‘কোরীয় উপদ্বীপ পরমাণু অস্ত্রমুক্ত না হওয়া পর্যন্ত ওয়াশিংটন উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।’
এর আগে কিম জং উনের দেয়া চিঠি নিয়ে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির দূত জেনারেল কিম চোল।
আরজেড/