ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্চে নির্বাচনের তার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন সামরিক প্রধান বেনি গ্যান্টজ, হোয়াইট হাউসে সোমবার পৃথক ভাবে বৈঠক করেছেন। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্রায়েল-ফিলিস্তিনের সংঘাত সমাধানের জন্য পরিকল্পনার কথা বলেন।
মঙ্গলবার ট্রাম্প ও নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের সময় তার এই দীর্ঘ প্রতীক্ষিত পরিকল্পনাটি উন্মোচন করার কথা রূয়েছে বলে খবর ভয়েস অফ আমরিকার।
নেতানিয়াহু বলেছেন, "গত তিন বছরে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ও তার টিমের সঙ্গে ইসরায়েলের সুরক্ষার বিষয়ে, আমাদের ন্যায়বিচার সম্পর্কে, এই গুরুত্বপূর্ণ স্বার্থ সম্পর্কে বহুবার আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প - ইস্রায়েলের বিশেষ বন্ধু। তিনি বলেন "আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেছি এবং মঙ্গলবার এক সঙ্গে আমরা ইতিহাস রচনা করব।
আজকের বাজার/লুৎফর রহমান