ট্রাম্প কলোরাডোতে প্রসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে অংশ নিতে পারবেন না

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে অংশ নিতে পারবেন না। কলোরাডোর সুপ্রিম কোর্ট মঙ্গলবার এক আদেশে এ কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ২০২১ সালের জানুয়ারিতে হামলার সঙ্গে জড়িত থাকার কারনে আদালত এ আদেশ দিয়েছেন।
কলোরাডো সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতের (৪-৩) ভিত্তিতে দেওয়া এ রুলে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যোগ্য প্রার্থী নন।

যুগান্তকারী এ সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কলোরাডো সুপ্রিম কোর্ট মার্কিন সংবিধানে থাকা বিদ্রোহ সংক্রান্ত একটি ধারার কথা উল্লেখ করেছেন। এটি মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারা।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ প্রথম কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ধারাটি ব্যবহার করা হলো। তবে কলোরাডো সুপ্রিম কোর্টের এ আদেশ অঙ্গরাজ্যের বাইরে প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, আগামী ৫ মার্চ কলোরাডো অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারি হবে। এতে অঙ্গরাজ্যের রিপাবলিকান ভোটাররা প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য তাদের পছন্দের প্রার্থী বেছে নেবেন। অঙ্গরাজ্যের এ প্রাইমারির ক্ষেত্রে কলোরাডো সুপ্রিম কোর্টের আদেশটি প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো সুপ্রিম কোর্টের এ আদেশের প্রভাব পড়তে পারে।
আদেশে কলোরাডোর সর্বোচ্চ আদালত বলেন, তারা হালকাভাবে এই সিদ্ধান্তে পৌঁছাননি। তারা তাদের সামনে থাকা প্রশ্নগুলোর মাত্রা ও গুরুত্ব সম্পর্কে সচেতন। তারা একইভাবে আইন প্রয়োগের ক্ষেত্রে তাদের গৌরবময় দায়িত্ব সম্পর্কেও সচেতন।

মার্কিন কংগ্রেসে ২০২১ সালের ৬ জানুয়ারিতে নির্বাচনে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় সত্যায়নকালে ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে (কংগ্রেস ভবন) হামলা চালিয়েছিলো।
এদিকে, কলোরাডো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঘোষণার পর ট্রাম্পের প্রচার দলের মুখপাত্র স্টিভেন চেউং একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তকে ‘পুরোপুরি ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেছেন।
তিনি কলোরাডো সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্পের আইনি দল মার্কিন সুপ্রিম কোর্টে দ্রুত আপিল করবেন বলেও জানিয়েছেন। (বাসস ডেস্ক)