গুরুত্বপূর্ণ একটি নথি স্বাক্ষর শেষে সানতোসা দ্বীপ ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
তবে নথিটিতেই কী আছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম।
বিবিসি জানিয়েছে, এই নথি সম্পর্কে ট্রাম্প বলেছেন এটি ‘খুব গুরুত্বপূর্ণ’ এবং ‘বেশ ব্যাপক’ এবং তিনি ও ‘চেয়ারম্যান কিম’ এটি স্বাক্ষর করে ‘দুজনেই খুব সম্মানিতবোধ করছেন’।
কিম বলেছেন, “আমরা একটি ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছি এবং অতীতকে পেছনে ফেলে আসার সিদ্ধান্ত নিয়েছি।”
সানতোসা দ্বীপ ছাড়ছে উত্তর কোরীয় নেতা কিমের গাড়ি বহর। ছবি: রয়টার্স
সানতোসা দ্বীপ ছাড়ছে উত্তর কোরীয় নেতা কিমের গাড়ি বহর। ছবি: রয়টার্স
‘এই বৈঠক হওয়ার জন্য’ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এই স্বাক্ষর অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর সানতোসা দ্বীপ ত্যাগ করেছে। সিঙ্গাপুরের মূল ভূখণ্ডে পৌঁছতে তিনি সংক্ষিপ্ত পথ ধরেছেন বলে জানিয়েছে বিবিসি।
চীনের যে ভাড়া করা বিমানটি কিমকে উত্তর কোরিয়া থেকে সিঙ্গাপুর নিয়ে এসেছে সেটি কিমকে দেশে ফিরিয়ে নিতে আগেই চীন থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।