ট্রাম্প-কিম বৈঠক পিছিয়ে যেতে পারে

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নির্ধারিত ঐতিহাসিক বৈঠকটি পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র যে শর্ত দিয়েছে তা পূরণে ব্যর্থ হলে বৈঠকটি ভেস্তেও যেতে পারে।

মঙ্গলবার হোয়াইট হাউজে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে-ইনের সাথে সাক্ষাতের পর খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ শঙ্কার কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অন্যতম শর্ত উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ।

পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, সিঙ্গাপুরে নির্ধারিত তারিখ ১২ জুনেই বৈঠকটি আয়োজনের চেষ্টা চলছে। উত্তর কোরিয়ার পুঙ্গিয়ে-রি পারমাণবিক কেন্দ্রটি ভেঙে ফেলার কাজ শুরু হওয়ার কথা ছিল আজ। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি পিছিয়ে যেতে পারে।

রাসেল/