মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের অনু্ঠিতব্য আলোচিত ঐতিহাসিক বৈঠকটি নির্ধারিত সময় অর্থাৎ ১২ জুনই অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১ জুন) দেশটির ক্ষমতাসীন দলের ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোলের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, কিমের সাথে বৈঠক সফল হবে। সব বিরোধ মেটাতে প্রয়োজনে একাধিকবার বৈঠকে বসা হবে। উত্তর কোরিয়াকে ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতীক্ষায় আছে যুক্তরাষ্ট্র।
এদিকে পিয়ংইয়ং প্রতিনিধি দলের প্রধান চোল সর্বোচ্চ নেতার লেখা একটি চিঠি ট্রাম্পের কাছে হস্তান্তর করেছেন। বৈঠক বাতিল ঘোষণার এক সপ্তাহের মাথায় আবারও কিম জং এর সাথে বৈঠকে বসার ইচ্ছের কথা জানালেন ট্রাম্প।
রাসেল/