ট্রাম্প ঘনিষ্ঠ ডানা হোয়াইটকে পরিচালক হিসাবে নিয়োগ দিয়েছে মেটা

মার্কিন বহুজাতিক প্রযুক্তিভিত্তিক কোম্পানি মেটা সোমবার পরিচালনা পরিষদে নতুন তিনজনকে নিয়োগ দিয়েছে। যার মাঝে আছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ডানা হোয়াইট। সানফ্রান্সিসকো থেকে এএফপি এ কথা জানায়।

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্বভার নিতে যাচ্ছেন, এঅবস্থায় ট্রাম্প প্রশাসনের কাছাকাছি যেতে মেটার সিইও মার্ক জুকারবার্গ সানফ্রান্সিসকোতে তিনজন পরিচালকের নাম ঘোষণা করেন।

ক্যাপিটাল হিলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালে ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট দু’বছরের জন্য বাতিল করে।

আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশীপ প্রধান ডানা হোয়াইট দু’দশক ধরে ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ। বাকি দুজন নতুন বোর্ড মেম্বার হল: এক্স’র সিইও জন এলকান এবং মাইক্রোসফটের প্রাক্তন নির্বাহী শার্লি সংহাস্ট।

নব নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নে গত নভেম্বরে জুকারবার্গ ডোনাল্ড ট্রাম্পের সাথে তার মার-এ-লাগো রিসোর্টে ডিনার করেছিলেন। প্রাক্তন বৃটিশ ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগকে সরিয়ে গত সপ্তাহে মেটা রিপাবলিকান স্টলওয়ার্ট জোয়েল কাপলানকে তার প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসাবে ঘোষণা করেছেন। ।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ফেসবুক এবং জুকারবার্গের কড়া সমালোচনা করছেন। এই বলে যে ফেসবুক রিপাবলিকানদের বিরুদ্ধে। (বাসস)