ডোনাল্ড ট্রাম্পের পর এবার আলোচনায় এলেন জুনিয় ট্রাম্প। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে। ট্রাম্প জুনিয়রের স্ত্রী সাবেক মডেল ও অভিনেত্রী ভেনেসা ট্রাম্প নিউ ইয়র্কের একটি আদালতে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন বলে জানা গেছে।
এ দম্পতি বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বিয়ের ১২ বছর পর আমরা দুজন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরকে অত্যন্ত সম্মান করি।’
এদিকে ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রকাশ করা ওই বিবৃতিতে এই সময়ে নিজেদের গোপনীয়তা রক্ষা করতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।
প্রসঙ্গত, ট্রাম্প জুনিয়র বিয়ে করেন ২০০৫ সালে। তাদের পাঁচটি সন্তান রয়েছে। কী কারণে ভেনেসা বিচ্ছেদের আবেদন করেছেন সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
আজকের বাজার/আরজেড