ক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন লেগে একজন নিহত হয়েছেন।এছাড়া ৪ জন দমকলকর্মী আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টায় ট্রাম্প টাওয়ারের ৫১ তলা থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। প্রায় ২০০ দমকলকর্মীর চেষ্টায় দ্রুতই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। আগুন লাগার পর ট্রাম্প টাওয়ারের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়।
টাওয়ারটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফ্ল্যাট ও অফিস রয়েছে। তবে বর্তমানে তিনি ওয়াশিংটনে রয়েছেন। এ সময় ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছেলে ব্যারনও ওয়াশিংটনে ছিলেন বলে নিশ্চিত করেছেন তার এক মুখপাত্র। দমকলকর্মীদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ট্রাম্প।
আজকের বাজার/আরজেড