যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ৫৮তলা ‘ট্রাম্প টাওয়ারে’ আগুন লেগেছে। স্থানীয় সময় সোমবার ৮ জানুয়ারি সকালে এ আগুন লাগে।
নিউইর্য়ক সিটির ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, ভোর ছয়টা ৫৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
সিএনএন ও এনবিসি বলছে, বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও প্রথম দিকে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছোট ছেলে ব্যারন ট্রাম্প টাওয়ারের ফ্যাটে থাকতেন। তবে গত বছরের জুনে হোয়াইট হাউসে চলে আসেন তারা।
ম্যানহাটনের ওই বহুতল ভবনে সার্বণিক নিরাপত্তা জোরদার থাকে। যে কোনো বড় অনুষ্ঠানে সেটা আরও কঠোর হয়।
আজকের বাজার: ওএফ/ ৮জানুয়ারি ২০১৮