মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মিথ্যা ও অতিরঞ্জন প্রীতি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।নীতি ও সততার ক্রমবর্ধমান সংকটের কারণে মার্কিন গণতন্ত্র হুমকির মুখে বলেও মন্তব্য করেন টিলারসন।
স্থানীয় সময় বুধবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লেক্সিংটনে ভার্জিনিয়া মিলিটারি ইনস্টিটিউটে গ্র্যাজুয়েটদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় টিলারসন এ মন্তব্য করেন।
বর্তমান মার্কিন প্রশাসনের কিছু নীতির কথা উল্লেখ করে টিলারসন বলেন, বৈশ্বিক উন্নতির অন্যতম প্রয়োজনীয় বিষয় মুক্তবাণিজ্য। এটা হোয়াইট হাউসের অনেকেই স্বীকার করতে নারাজ। এ ছাড়া চিন্তার স্বাধীনতা না থাকলে কোনো জাতিই উন্নতি করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
মার্চ মাসের মাঝামাঝিতে টুইট বার্তার মাধ্যমে রেক্স টিলারসনকে বরখাস্ত করেন ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক মাইক পম্পেও নিয়োগ পান।
আরজেড/