ট্রাম্প- সৌদি যৌবরাজের বৈঠক, নেই নারী প্রতিনিধি

US President Donald Trump (center R) holds a lunch meeting with Saudi Arabia's Crown Prince Mohammed bin Salman (center L), and members of his delegation, in the Cabinet Room of the White House in Washington, DC, March 20, 2018. / AFP PHOTO / SAUL LOEB

হোয়াইট হাউসে ২০ মার্চ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকটি আলোচ্যসূচীসহ নানা কারণে গুরুত্বপূর্ণ।

কিন্তু হোয়াইট হাউসের বৈঠকের আলোচ্যসূচীতে যত গুরুত্বপর্ণ বিষয়ই থাক, সোশ্যাল মিডিয়ায় এই বৈঠকটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে সম্পূর্ণ ভিন্ন একটি কারণে।

এতে টেবিলের বিপরীত দিকে দুই নেতা যাদের নিয়ে বৈঠক করছেন, তাদের সবাই পুরুষ, কোন পক্ষেই একজনও নারী কর্মকর্তা নেই।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই বিতর্ক সৃষ্টি করেছে যে টুইটারে এটি নিয়ে এক পোস্ট শেয়ার করা হয়েছে দশ হাজার বার।

প্রসঙ্গত, এর আগে সৌদি যুবরাজ বলেছে, নারী -পুরুষ সবাই সমান। নারী ও পুরুষের মধ্যে কোন পার্থক নেই।

যদিও যুবরাজ মেয়েদের পক্ষে বিশেষ কিছু পদক্ষেপও নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হচ্ছে মেয়েদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া।

 

তবে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এমন যুক্তি দেয়ার চেষ্টা করছেন যে এই একটি মাত্র ছবিকে সৌদি আরবে নারী-পুরুষের অসাম্যের প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না।

আজকের বাজার/আরজেড