ট্রাম্প হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ‘পুতিনের পুতুল’ : বাইডেন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন রাশিয়াকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার জন্য মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করে বলেছেন, এই মার্কিন নেতা হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতের ‘পুতুল’। খবর এএফপি’র।
বাইডেন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি পুতিনকে সরাসরি মোকাবেলা করেছি এবং তাকে এটা স্পষ্ট করে দিয়েছি যে আমরা হাতের পুতুলের মতো কোন সিদ্ধান্ত গ্রহণ করি না, বরং যেটা করেছি সেটা অনেক ভেবেচিন্তেই করেছি। এক্ষেত্রে তিনি (ট্রাম্প) হচ্ছেন পুতিনের পুতুল।’