মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের একটি টিম উত্তর কোরিয়া গিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক গ্রাম পানমুনজোমে বৈঠক করেছেন। রয়টার্সের।
টুইটে ট্রাম্প বলেন, “কিম জং উন ও আমার মধ্যে বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করতে আমাদের যুক্তরাষ্ট্রের টিম উত্তর কোরিয়া পৌঁছেছে।”
এই বার্তার মাধ্যমেই ওয়াশিংটন প্রথম নিশ্চিত করে যে, বৈঠক নিয়ে কথা বলতে মার্কিন কর্মকর্তারা উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন।
আরজেড/