টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যরকম এক ‘ট্রিপল সেঞ্চুরি’ করলেন এবি ডি ভিলিয়ার্স। স্পর্শ করলেন ৩০০ ম্যাচ খেলার মাইলফলক। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান মাইলফলকের ম্যাচটা রাঙিয়েছেন ঝড়ো হাফ সেঞ্চুরি করে।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এমএসএলে শুক্রবার রাতে ডি ভিলিয়ার্সের দারুণ ব্যাটিংয়ে জয় পেয়েছে তার দল তাশওয়ান স্পার্টান।
সেঞ্চুরিয়নে আগে ব্যাট করতে নেমে ১২৬ রানে গুটিয়ে গিয়েছিল পার্ল রকস। চার ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে লক্ষ্যটা নাগালে রাখতে বড় ভূমিকা রাখেন ভন ডার মারউই।
বাকি কাজটা সেরেছেন ডি ভিলিয়ার্স। তার ৩৭ বলে অপরাজিত ৬৯ রানের ঝড়ো ইনিংসে স্পার্টান ৮ উইকেটের জয় পেয়েছে পাঁচ ওভার বাকি থাকতেই। ৬ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান ডি ভিলিয়ার্স। ২০ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক হেনরিখ ক্লাসেন।
এবারের টুর্নামেন্টে নিজের প্রথম তিন ম্যাচে বড় রান পাননি ডি ভিলিয়ার্স। এরপর টানা দুই ম্যাচে করলেন ফিফটি। আগের ম্যাচে করেছিলেন ৫৩, এবার অপরাজিত ৬৯।
ডি ভিলিয়ার্স তার ৩০০ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৭৮টি খেলেছেন দক্ষিণ আফ্রিকার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে। বাকিগুলো ঘরোয়া ক্রিকেটে।
২২তম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ম্যাচ খেলার ‘ট্রিপল সেঞ্চুরি’ করলেন ‘৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান’ খ্যাত এবি ডি ভিলিয়ার্স।
আজকের বাজার/আরিফ