ট্রোকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছে দেশের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ। ২রা আগষ্ট বুধবার সিএসইর চট্টগ্রামের অফিসে এই বৈঠক করেন তারা।
বৈঠকে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন।
বৈঠকে সিএসইর পরিচালকবৃন্দ,ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, সাবেক সভাপতিসহ স্টক এক্সচেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মার্কেট মেকিং, বিএসইসি অনুমোদিত ক্লিয়ারিং কর্পোরেশন (সিসিপি) এবং পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়।
আজকের বাজার: এলকে/এলকে ২রা আগষ্ট ২০১৭