পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই থেকে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রেল ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, ‘আগামী ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া ফিরতি টিকিট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে ‘
তিনি জানান, এবার অনলাইনে অর্ধেক টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া বাকি অর্ধেক টিকিট রাজধানীর পাঁচটি স্টেশন থেকে বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান ও অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান প্রমুখ।
আজকের বাজার/এমএইচ