ট্রেনের ইঞ্জিনে উঠতে বাধা দেয়ায় চালককে মারধর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইঞ্জিনে উঠতে বাধা দেয়ায় ট্রেনচালককে মারধর করেছে বখাটেরা। ট্রেনচালক স্বপন কুমার দাসকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে কসবা রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতির সময় একদল বখাটে যুবক ট্রেনের ইঞ্জিনে উঠে।

এ সময় চালক স্বপন কুমার দাস তাদের ইঞ্জিন থেকে নামতে বললে তারা ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে। এ ঘটনায় আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে চালক ট্রেন চালাতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে ট্রেনটি বিকেল ৫টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আজকের বাজার/আরআইএস