গাজীপুরে ট্রেনের সিগনাল খুঁটির সাথে ধাক্কায় শনিবার ভোরে এক যুবক নিহত হয়েছেন। নিহত নুর আমিন(২৫)জামালপুর জেলার ইসলামপুর থানার কড়ইতলা এলাকার একাব্বর আলীর ছেলে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক(এসআই)মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রেনের একটি বগির দরজার পাশে ওই যুবক দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৬টার দিকে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে তিনি চলন্ত ট্রেনের দরজার হাতল ধরে বাইরের দিকে উঁকি দেন। এ সময় সিগনাল খুঁটির লোহার রড তার শরীরে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান