কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় ট্রলিতে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নর কাটদহচর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বশিনগর গ্রামের আজগর আলীর ছেলে কাওছার (৩৫) ও একই গ্রামের মহিবুল (৪০)।
স্থানীয়রা জানান, খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনটি কাটদহচর রেল ক্রসিং অতিক্রমের সময় একটি ট্রলি লাইন পার হতে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রলি থেকে ছিটকে পড়ে কাওছার ও মহিবুল নিহত হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে।