গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নবাড়ী রেল ক্রসিং পার হওয়ার সময় বুধবার ভোরে ট্রেনের ধাক্কায় মোটরবাইকের তিন আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শহরের ইসলামবাগ এলাবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫), মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯) এবং অজ্ঞাত আরও এক যুবক (২০)। সে রাজু ও রকির বন্ধু বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিক তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রেল ক্রোসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী অভিযোগ, রেলক্রসিংটিতে কোনো পাহারাদার নেই। সেখানে গেট ও পাহারাদার থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না। তারা গোপালগঞ্জের সব রে ক্রসিং-এ পাহারাদার নিয়োগের দাবি জানান।
প্রসঙ্গত, গোপালগঞ্জে ট্রেন চালু হওয়ার পর প্রথম এই প্রাণহানীর ঘটনা ঘটল।
সূত্র – ইউএনবি