ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি

এবার ঈদের অগ্রিম ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর স্টেশনসহ নির্ধারিত ৫ স্থান থেকে এ টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ে সূত্র মতে, ঈদের ফিরতি টিকিটের ক্ষেত্রে যারা ২৯ মে টিকিট সংগ্রহ করবেন, তারা ৭ জুন, ৩০ মে পাবেন ৮ জুনের, ৩১ মে পাবেন ৯ জুনের, ১ জুন পাবেন ১০ জুনের এবং ২ জুন পাবেন ১১ জুনের টিকিট।

আগের মতোই একজন যাত্রী ৪টির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ৫০ শতাংশ টিকিট অনলাইনে অ্যাপসের মাধ্যমে কেনার জন্য বরাদ্দ থাকলেও, সেটা কতোটুকু কিনতে পারবেন, তা নিয়ে আগের মতো এখনও সন্দিহান যাত্রীরা।

এছাড়া স্টেশন কাউন্টার থেকে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি না হলে, অবিক্রিত টিকিট পরবর্তীতে কাউন্টার থেকে বিক্রি হবে।

আজকের বাজার/এমএইচ