চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা সোনারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রাসেল মাহমুদ (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মাহমুদ ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার রাজপাশা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন স্টেশন মাস্টারকে জানান। পরে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আরব আলী জানান, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ভোরের দিকে ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
আজকের বাজার/ ফজলুর রহমান