ট্রেনে কাটা পড়ে গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৬টার দিকে গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন লাইনের দুর্ঘটনা ঘটে।

নিহত সজল রায় (৩৮) সদর উপজেলার মাঝিগাতী গ্রামের গুরুপদ রায়ের ছেলে। তিনি জনতা ব্যাংক সদর উপজেলার সাতপাড় শাখার ঋণ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

নিহত সজল রায়ের পিতা গুরুপদ রায় বলেন, ‘আমার ছেলে অনেক দিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছিলো। তাই প্রতিদিন সকালে হাঁটতে যেত। রবিবার সকালে একজন এসে বললো তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। পরে গিয়ে দেখি আমার ছেলে আর নেই।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সজল বিশ্বাসের মৃত্যু হযেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।