সদর উপজেলার রুহিয়ায় ট্রেনে কাটা পড়ে রহমান আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রুহিয়া থানার কুজিশহর এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তিনি কুজিশহর কবিরাজপাড়া গ্রামের মনিরউদ্দীনের ছেলে এবং রুহিয়া সালেহা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, রহমান আলী রাতে মাছ ধরার জন্য বাড়ির কাছে রেল লাইনের পাশের খালে জাল পেতে ছিলেন এবং এক সময় লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। পরে রাত পৌনে ১২টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। ঠাকুরগাঁও রেলস্টেশনের মাস্টার আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান