ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনের পশ্চিম কলোনি রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছিল। দুর্ঘটনায় তার মাথা ও মুখ থেতলে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। অবশেষে একটি ভাঙা মোবাইলের সূত্রে মিলেছে নিহতের পরিচয়। নিহত ওই যুবকের নাম আবু নাঈম। সে কসবা উপজেলার জগন্নাথপুরের খোরশেদ আলমের ছেলে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, মাথা ও মুখা থেতলে যাওয়ায় ওই যুবককে কেউ চিনতে পারেনি। নিহতের প্যান্টের পকেটে একটি ভাঙা মোবাইল পাওয়া গিয়েছিল। সেই মোবাইলের সিম খুলে অন্য মোবাইল লাগিয়ে বিভিন্ন জনের কাছে কল করে তার নাম ও পরিচয় জানা গেছে। পরিবারের সদস্যরা এসে শনাক্ত করলেই লাশ হস্তান্তর করা হবে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান