ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসন্তানসহ মা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গফরগাঁও ও মশাখালী রেলস্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (২৫)।
গফরগাঁও রেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ধামাইল এলাকায় ময়মনসিংহ-ঢাকাগামী আন্তঃনগর যমুনা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে মা-ছেলে। সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন বলে তার ধারণা। তদন্তের পর বিষয়টি জানা যাবে।
ইতোমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আজকেরবাজার/ আইএম/এস