বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পরে (১৯) বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়।
রোববার (১৩ মে) সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে জিআরপি থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, রোববার চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেন সকাল সাড়ে ৬টায় সান্তাহার জংশন ষ্টেশনের উত্তর পার্শ্বে সাহেব পাড়া এলাকায় পৌঁছায়। এ সময় অজ্ঞাত যুবক ওই ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজকের বাজার/আরআইএস