ট্রেনে বিনা টিকেটে ভ্রমণ করায় ৭০০ যাত্রীকে অর্থদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করায় প্রায় ৭০০ যাত্রীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ মে) সকালে ভ্রাম্যমাণ আদালত ৭০০ যাত্রীকে এ অর্থদণ্ড দেন।

ভৈরব রেলস্টেশনে রেলওয়ে পূর্বাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করা প্রায় ৭০০ যাত্রীকে ১ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজকের বাজার/অারআইএস