যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জুপিটারে শনিবার অ্যামট্রাকের যাত্রীবাহী ট্রেন ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।
অ্যামট্রাকের নারী মুখপাত্র ক্রিস্টিন লিডস বলেন, ট্রেনের কোনো যাত্রী আহত হয়নি। ট্রেনটি প্রায় ২শ’ যাত্রী নিয়ে মিয়ামি থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। কর্তৃপক্ষ বলছে, ওয়েস্ট পাম বিচের উত্তরে স্থানীয় সময় দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাম বিচ কাউন্টি শেরিফ কার্যালয়ের নারী মুখপাত্র টেরি বারবিরা বলেন, মনে করা হচ্ছে গাড়িটি ট্রেনলাইনের উপর দিয়ে যাচিছল এবং ট্রেন চলে আসা সত্ত্বেও তাকে থামানো হয়নি। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। খবর:বাসস
আজকের বাজার/আখনূর রহমান