রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেন থেকে পড়ে লিয়াকত আলী (৫১) নামের এক ট্রেনের পরিচর্যাকর্মীর মৃত্যু হয়েছে।
রোববার ৬ আগস্ট সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মৃত লিয়কত চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। বর্তমান শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকতেন।
অপর পরিচর্যাকর্মী আঃ কুদ্দুস খান বলেন, সকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া তিস্তা এক্সপ্রেসে ডিউটি ছিল লিয়াকতের। ট্রেনটি ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছলে হঠাৎ ট্রেন থেকে বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার: আরআর/ ০৬ আগস্ট ২০১৭