সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান জুয়েল এ তথ্য জানিয়েছেন।
মৌলভীবাজার পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
রেল সূত্র জানায়, রোববার রাত ১০টায় উপবন এক্সপ্রেস ট্রেন সিলেট ছেড়ে যায়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে সেতু অতিক্রমের সময় পাঁচটি বগি ছিটকে পড়ে। এ সময় সেতু ভেঙে ট্রেনের একটি বগি নিচে পড়ে যায় এবং বাকি চারটি বগি সেতুর পাশে কাত হয়ে পড়ে।
দুর্ঘটনার ফলে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
যাত্রীরা জানান, সিলেট-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন ঢাকাগামী যাত্রীরা। ফলে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যায়।
গত ১৮ জুন ব্রাহ্মণবাড়িয়ায় একটি সেতু ভেঙে পড়ায় সিলেটের সাথে সারা দেশের সড়ক যোগাযোগও সাত দিন ধরে প্রায় বন্ধ রয়েছে।
আজকের বাজার/এমএইচ