ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দু্ই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতদের প্রত্যেক পরিবার ২৫ হাজার করে টাকা পাবে বলে জানিয়েছেন ডিসি হায়াত-উদ-দৌলা খাঁন।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।

এছাড়া আহতদের চিকিৎসার যাবতীয় খরচ জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে বলেও জানান ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত-উদ-দৌলা খাঁন।

সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক যাত্রী।

মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখন পর্যন্ত তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ও রেলওয়ে থেকে দু’টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ