রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি আজ রোববার রেলভবনের সম্মেলন কক্ষে ব্রাহ্মবাড়িয়ার মন্দবাগে ট্রেন দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারের হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। এ সময় রেলমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ নভেম্বর মন্দবাগে মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত এবং ৫৪ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দ্বারা সুস্থ হয়। গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল, পঙ্গু হাসপাতাল, সিএমএইচ সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার দিয়ে তাদের সুস্থ করে তোলার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রণালয় এবং রেলওয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক আহতদের বিষয়ে খোঁজখবর রাখা হয়েছিল।
রেলমন্ত্রী বলেন, কোন মৃত্যুই পূরণ করা যায়না। তাদের এ ক্ষতি কোন বিনিময়ে পরিশোধ করা যাবেনা। আমরা এ টাকা দিয়ে তাদের পাশে থাকতে চাই। এ সময় মন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ জনের মধ্যে ৪ জনের উত্তরাধিকার নিয়ে সমস্যা আছে। বাকী ১৩ জনের মধ্যে আজ ১০ জনের পরিবার মন্ত্রীর হাত থেকে ১ লাখ টাকার চেক গ্রহণ করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান