‘ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে’

গাজীপুরের টঙ্গীতে কমিউটার ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ ছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচও বহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে দুপুরের দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

এস/