ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকার ঘটনাস্থল পৌঁছান রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা জানান।
এর আগে জেলা প্রশাসক হায়াতউদদৌলা খান নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করার কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজকের বাজার/এমএইচ