মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘পাষাণ’-এর ট্রেলার। অ্যাকশনের ঘনঘটা দেখা গেছে ২ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটি জুড়ে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ট্রেলার। ছবিটি নির্মাণ করেছেন সৈকত নাসির।
ট্রেলারে দেখা জায়, একজন পেশাদার খুনীর গল্পে আবর্তিত হয়েছে ‘পাষাণ’ ছবিটি। যার আছে অন্যরকম অতীত। এই চরিত্রে আছেন কলকাতার নায়ক ওম। ট্রেলার জুড়ে তাকে দেখা গেছে অ্যাকশন অবতারে। অন্যদিকে নায়িকা হিসেবে আছেন বিদ্যা সিনহা মিম। তাকে পাওয়া গেছে সাংবাদিক চরিত্রে। হাজির হয়েছেন বেশ আবেদনময় রূপে।
এর আগে ২০১৬ সালের শেষের দিকে রাজধানীর উত্তরায় ছবিটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়। শুরু থেকে বারবার নায়ক-নায়িকা বদল করে আলোচনায় ছিল ‘পাষাণ’। মাঝে একাধিকবার মুক্তির আওয়াজও শোনা গেছে।
‘পাষাণ’ ছবিতে আরো অভিনয় করেছেন বিপাশা কবির, মিশা সওদাগর ও শিমুল খান। সংগীতায়োজন করেছেন ইমন সাহা, বেলাল খান ও কলকাতার আকাশ। ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ মার্চ।
আজকেরবাজার/এমকে