ইউটিউবে সম্প্রতি প্রকাশ করা হয়েছে সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত ‘সঞ্জু’ ছবির ট্রেলার। ফক্স স্টার ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে ট্রেলারটি। এতে সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন সময় ফুটিয়ে তুলতে দেখা গেছে।
আর সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন রণবীর কাপুর। চলন-বলনসহ সবকিছুতে সঞ্জয় দত্তের চরিত্রে মানিয়ে নিতে প্রচুর ঘাম ঝরিয়েছেন ‘বরফি’খ্যাত এই অভিনেতা।ট্রেলারে দেখিয়েছেন দারুণ অভিনয়ের আভাস।
ট্রেলারে সঞ্জয় দত্তের বায়োপিকে তার জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির ২দিন আগে মায়ের মৃত্যুশোক ।
বাবার সঙ্গে তার সম্পর্ক; তার জীবনের সবকিছুই থাকছে ছবিটিতে। ছবিটিতে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে থাকছেন দিয়া মির্জা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।
https://youtu.be/1J76wN0TPI4
আজকের বাজার/এসএম