ট্র্যাফিক পুলিশের জন্য দুইদিন দায়িত্ব পালনের সুযোগ চাইলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জে নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তার আহ্বানে আগামী দুইদিন ট্র্যাফিক পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার (৩ আগস্ট ২০১৮) বিকেলে নগরীর চাষাঢ়ায় শিক্ষার্থীদের ট্র্যাফিক ব্যবস্থাপনা কার্যক্রম ও মনিটরিং পর্যবেক্ষণে রাজপথে নেমে তাদের সঙ্গে সংহতি জানান তিনি।

শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন শামীম ওসমান। তাদেরকে আগামী শনি ও রোববার ট্র্যাফিক পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদেরকে তিনি বলেন, পুলিশকে দুইদিনের জন্য দায়িত্ব পালনের সুযোগ দাও। তারা যদি তোমাদের দাবি মোতাবেক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে রোববার থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি নিজেই মাঠে নামবো।

তার আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ত্রুটিযুক্ত গাড়ির চাবিগুলো পুলিশের হাতে তুলে দিয়ে ট্র্যাফিক কার্যক্রম দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করে।

পরে শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, গত পাঁচদিন ধরে শিক্ষার্থীরা যে আন্দোলন করে আসছে, তা ন্যায়সঙ্গত। নারায়ণগঞ্জের ব্যাপারে শিক্ষার্থীরা যেসব সমস্যা চিহ্নিত করেছে, আগামী রোববার তার তালিকা আমি দেখবো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটা পৌঁছে দেবো।

তিনি বলেন, পুলিশ যদি শিক্ষার্থীদের দাবি মোতাবেক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে দেশের অন্য কোথাও আন্দোলন না হলেও নারায়ণগঞ্জের মানুষের স্বার্থে আমি ছাত্রদের নিয়ে এই সমস্যা সমাধানে মাঠে নামবো।

ট্র্যাফিক ব্যবস্থাপনাকে ঠিক করাসহ সব ধরনের অবৈধ কাজ বন্ধে আপ্রাণ চেষ্টা করবো বলেও উল্লেখ করেন এই সংসদ সদস্য।

উল্লেখ্য, গত রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষির ফলে একটির চাকায় পিষ্ট হয়ে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এই ঘটনার পর নয় দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

 

আজকের বাজার/এমএইচ