টয়ার ‘বেঙ্গল বিউটি’ মু্ক্তি পাচ্ছে ২০ জুলাই

ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়ার  প্রথম ছবি ‘বেঙ্গল বিউটি’ মুক্তি পাচ্ছে আগামী ২০ জুলাই।  এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় তিনি নিজের নাম লেখিয়েছেন তিনি।

‘বখাটে’ শর্ট ফিল্মে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন এই অভিনেত্রী। তাছাড়া মডেলিংয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। নাচে উজাড় করেছেন অসংখ্য ভক্তের মন।

‘বেঙ্গল বিউটি’ ছবিতে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে এই নায়িকা বলেন, আমরা ছবিটিতে সত্তরের দশকের ঘটনা প্রবাহ তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ছবিটির দৃশ্যায়ন করতে হয়েছে।

সেই সময়কার কথা মাথায় রেখে কস্টিউমও সংগ্রহ করতে হয়েছে। সব মিলে কাজটি করে এক অন্যরকম অভিজ্ঞতা হয়েছে।

তাছাড়া আমি কখনো ছবিতে আজ করিনি। তাই সাত-আট বছরের নাটকে অভিনয়ের অভিজ্ঞতা থেকে কাজটি করেছি। তারপরেও নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি।

এদিকে ‘বেঙ্গল বিউটি’ ছবিটি পরিচালনা করেছেন রাশান নূর। টয়ার সঙ্গে ছবিতে অভিনয়ও করেছেন তিনি।

২০ জুলাই দেশের চারটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। এগুলো হলো, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার্স, বলাকা ও শ্যামলী।

আরএম/