টয়ার ‘মেমোরিতে জায়গা নেই’

সর্বশেষ ভিকি জাহেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘রূপ’-এ প্রথমবার জুটিবদ্ধ হয়েছিলেন টয়া ও সাগর আহমেদ। এবার একটি ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেছেন তারা। ‘বখাটে’খ্যাত নির্মাতা স্বরাজ দেব পরিচালিত সিরিজটির নাম ‘মেমোরি’।

এ প্রসঙ্গে সাগর বলেন, স্বরাজ দেব আমার খুব পছন্দের একজন পরিচালক। ‘মেমোরি’তে তার সঙ্গে আমি প্রথম কাজ করলাম। এটি পুরোপুরি সিনেমার আদলে নির্মিত হয়েছে। আশা করছি দর্শক এতে আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।

জানা গেছে, সাগর-টয়া ছাড়াও ‘মেমোরি’তে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, শামিম হাসান সরকার প্রমুখ। গান করেছেন আহম্মেদ হুমায়ূন।

ওয়েব সিরিজটির ‘মেমোরিতে জায়গা নেই’ আইটেম গানটি ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে। পহেলা আগামি মাসে এটি অনলাইনে প্রকাশ হবে।

এস/