দেশের এক-তৃতীয়াংশ জমি চাষের সাথে সরাসরি যুক্ত সোনালীকা ট্রাক্টর বর্তমানে বাংলাদেশে সর্বাধিক বিক্রিত ট্রাক্টর ব্র্যান্ড। এসিআই মটরস্ সেরা সার্ভিস, সেরা নেটওয়ার্ক আর সেরা গুণগত মান নিশ্চিত করে সর্বদা নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে।
এসিআই মটরস্ গত ২৭শে অক্টোবর ২০২৩ ঠাকুরগাঁওয়ে এই গ্র্যান্ড ট্রাক্টর ডেলিভারি ফেস্টিভ্যালের আয়োজন করেছে। একই স্থান থেকে সোনালীকা ট্রাক্টরের ১০০ ইউনিট ডেলিভারি করেছে। উৎসবমুখর ঐ অনুষ্ঠানে একটির সাথে একটি ট্রাক্টর পাশাপাশি রেখে তৈরি সবচেয়ে বড় সোনালীকা লোগো তৈরির রেকর্ড গড়া হয়েছে। এক স্থান থেকে এত বিপুল ট্রাক্টর ডেলিভারি একটি উৎসবে রূপ নেয় যা ট্রাক্টর ইন্ডাস্ট্রির মধ্যে একটি মাইলফলক এবং সোনালীকা ট্রাক্টরের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। অনুষ্ঠানে ট্রাক্টর মালিক ও চালকদের জন্য বিভিন্ন আকর্ষনীয় আয়োজন ও আলোচনা পর্ব ছিল।
জনাব আজম আলী, ডিরেক্টর সেলস এসিআই মটরস্ অনুষ্ঠানটি উদ্বোধন করেন এবং এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।