জেলার বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যন্ত এলাকার ৬০ জন কৃষকের মাঝে একটি পাওয়ারটিলার, ৩৩ টি শ্যালো মেশিন, একটি সেচ পাম্প এবং গরুর খড়কাটার জন্য ১৭টি মেশিনসহ কৃষি উপকরণ ও যন্ত্রাংশ বিতরণ করা হয়েছে।
এসব উপকরণের মূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা। এর মধ্যে ৯ লাখ টাকা ভর্তুকি প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। আজ রোববার বিকেলে উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করেন। ব্যাংকের এগ্রো-সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’- এর আওতায় ভর্তুকি মূল্যে এসব কৃষি উপকরণ ও যন্ত্রাংশ বিতরণ করা হয়েছে।
ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আবু খালেদ মো. অলিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, সমাজসেবক তোজাম্মেল হক, আশরাফুজ্জামান পাভেল ও পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল। (বাসস)