আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে বুধবার সন্ধ্যায় পাঠানো রিপোর্ট অনুযায়ী তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে রমেশ চন্দ্র সেন জানান, তার কোনো শ্বাসকষ্ট বা জ্বর নেই। তিনি সুস্থ বোধ করছেন। পরীক্ষার ফলাফল নিয়ে তার সন্দেহ রয়েছে। তিনি আজ আবার পরীক্ষার জন্য নমুনা দিনাজপুর পাঠাবেন। তার মনোবল অটুট রয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ৩ আগস্ট সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, সংসদ সদস্য বুধবার সন্ধ্যা থেকে হোম আইসোলেশনে রয়েছেন এবং তিনি ভালো আছেন।
পুরো দেশের চিত্র:
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৭ জনে।
এছাড়া, নতুন করে ২ হাজার ৬৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৪৬ হাজার ৭৪ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৯০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন। সুস্থতার হার ৫৭.৪৬ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।